পেশায় শিক্ষক হলেও লেখক হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন রচনা পারভীন। এরই মধ্যে প্রকাশ হয়েছে তার তিনটি কাব্যগ্রন্থ।
অন্তর্জীবনের গল্প ২০২১- এর বইমেলায়, পরের বছর সুখের মতো উদযাপিত দুঃখগুলি আর এবার এসেছে তার ‘ঋষি শূন্যতায় সমর্পণ’। বইটি পাওয়া যাচ্ছে শব্দশিল্পের স্টলে। স্টল নম্বর ১৮৮/১৮৯/১৯০
এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে বইটি। কবি রচনা পারভীনের লেখা একটা পত্রকাব্য এটি। একদম আলাদা বৈশিষ্ট্য দিয়ে সাজানো হয়েছে এই বইয়ের প্রতিটি কবিতা।
একজন কল্পিত মানুষ যার নামকরণ করা হয়েছে ঋষি, যাকে উদ্যেশ্য করে ভীষণ ভালোবাসা জড়িয়ে মান অভিমান, অভিযোগ, অনুযোগ করে লেখা সবকটি কবিতা।
কবি রচনা বলেন, সত্যিই ভালোবাসলে মানুষের মাঝে যে পাগলামিগুলো থাকে তা এই কবিতাগুলোতে পাওয়া যায়। যা,পাঠক হৃদয় ছুঁয়ে গেছে।
কর্মঠ, চটপটে, আবৃত্তিকার এবং দারুণ আঁকিয়ে, এমন গুনের অধিকারী রচনা পারভীনের জন্ম সংস্কৃতির রাজধানীখ্যাত কুষ্টিয়ার কুমারখালি থানার বানিয়াখড়ি গ্রামে।
পেশাগত কারণে তিনি দীর্ঘদিন অবস্থান করছেন গাজীপুরে। সেখানে তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।