বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শহর ছেড়ে মূল ক্যাম্পাসে চবি চারুকলার শিক্ষার্থীদের আন্দোলন

  • প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়    
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:১৭

আন্দোলনরত চারুকলা স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী মো. শহীদ বলেন, ‘আমাদের মূল দাবি বিশ্ববিদ্যালয়ে ফেরা। আমরা সেই আবেদন জানাতেই রোববার বিশ্ববিদ্যালয়ে এসেছি ৷ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তে আমাদের শহরের ক্যাম্পাস ও হোস্টেল এক মাস বন্ধ ঘোষণা করা হয়েছে। আন্দোলনের ৯৫ দিনে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করতেই আমরা এখানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করছি।’ 

প্রশাসনের নির্দেশে শহরস্থ ক্যাম্পাস ত্যাগ করার পর এইবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আন্দোলন করেছেন চবি চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শহীদ মিনারের সামনে রোববার সকাল ১০টায় প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

এ সময় তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, চারুকলা ক্যাম্পাসে চাই, কলেজ নয় বিশ্ববিদ্যালয় চাই।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, এতদিন তারা শহরের ক্যাম্পাসে আন্দোলন চালিয়েছেন। শহরের ক্যাম্পাস বন্ধ হওয়ায় এখন তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আন্দোলন করছেন। তারা মূল ক্যাম্পাসেই ফিরতে অনড়।

আন্দোলনরত চারুকলা স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী মো. শহীদ বলেন, ‘আমাদের মূল দাবি বিশ্ববিদ্যালয়ে ফেরা। আমরা সেই আবেদন জানাতেই রোববার বিশ্ববিদ্যালয়ে এসেছি ৷ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তে আমাদের শহরের ক্যাম্পাস ও হোস্টেল এক মাস বন্ধ ঘোষণা করা হয়েছে। আন্দোলনের ৯৫ দিনে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করতেই আমরা এখানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করছি।’

আন্দোলনরত চারুকলা স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ভাস্কর এলাহী বলেন, ‘আমদের এখন সংস্কার নিয়ে কোনো দাবি নেই ৷ আমরা ক্যাম্পাসে ফিরতেই অনড়। শহরের ক্যাম্পাসে আমরা বিভিন্ন ক্লাবসহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই আমরা মূল ক্যাম্পাসেই আসতে চাই।’

এর আগে ২০২২ সালের ২ নভেম্বর থেকে ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাস বর্জন শুরু করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রশাসন দাবি মানতে ইতিবাচক সাড়া দিলেও পরে ২২ দফা দাবি হঠাৎ মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে রূপ নেয়।

শিক্ষার্থীদের বক্তব্য, মূল ক্যাম্পাস ছাড়া তাদের এই ২২ দফা দাবির সবগুলো পূরণ করা সম্ভব নয়। এর বাইরে ১২ বছর ধরে দৃশ্যমান কোনো সংস্কার কিংবা অগ্রগতি তারা দেখেননি। তাই মূল ক্যাম্পাস বিচ্ছিন্ন তারা আর থাকতে চান না। এক দাবিতেই গত ৮২ দিন ধরে তারা তাদের আন্দোলন চালিয়ে যান। সর্বশেষ আন্দোলনের বিষয়ে শনিবার শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী।

২২ জানুয়ারি জেলা প্রশাসক ও মহানগর আওয়ামী এর সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনের সঙ্গে আলোচনার পর আন্দোলন স্থগিত করে শর্তসাপেক্ষে ক্লাসে ফিরে যান শিক্ষার্থীরা। তবে শর্তপূরণ না হওয়ায় গত ৩১ জানুয়ারি ফের আন্দোলনে নামেন তারা।

সর্বশেষ গত বৃহস্পতিবার সংস্কার কাজের জন্য ক্যাম্পাস ও হোস্টেল ১ মাসের জন্য বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিভাগের আরো খবর