মেহেরপুরে বনভোজনের বাস উল্টে ৩০ জন আহত হয়েছেন।
জেলার গাংনী উপজেলার তেরাইল ডিগ্রী কলেজের সামনে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে অন্য গাড়িকে ওভারটেক করার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে পড়লে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতদের একজন জানান, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে নারী, পুরুষ আর শিশু মিলে ৩৭ জন যাত্রী নিয়ে হাসান পরিবহন নামের একটি বাস নাটোরে বনভোজনের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি দ্রুত গতিতে তেরাইল ডিগ্রি কলেজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের পাশে উল্টে পড়ে। বাসের ভেতর থাকা যাত্রীরা বাসের মধ্যে আটকে ছিলেন। বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বামন্দী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ইছাহাক আলী জানান, একটি বাস উল্টে গিয়ে যাত্রীরা আটকে পড়েছিল। বাস যাত্রীদের বেশিরভাগই শারীরিক ভাবে হালকা আহত হয়েছেন। এ সময় অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত ১২ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যায়। বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে । বাসের চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।