মদ কিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় প্রতিষ্ঠানটির দুই ছাত্রকে আটক করেছে বংশাল থানার টহল পুলিশ।
বংশাল থানা রোডে ঢাকা ব্যাংকের সামনে থেকে শনিবার রাতে জাবির ৪৩ ব্যাচের রিপন সাহা ও ৪৪ ব্যাচের জুয়েল আহমেদকে আটক করা হয়।
নিউজবাংলাকে বিষয়টি বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজা-রানি নির্বাচন ও র্যাগ ডে উপলক্ষে দুই শিক্ষার্থী নিজেরা চিল করার জন্য এদিকে মাদক কিনতে এসেছিলেন। তখন জনতা তাদের আটকিয়ে টহল পুলিশকে খবর দিলে টহল পুলিশ তাদের থানায় নিয়ে আসে।’
তিনি আরও বলেন, ‘তারা যেহেতু শিক্ষার্থী তাই আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আসতে বলেছি। তিনি আসলে ওই বিশ্ববিদ্যালয়ের যে ব্যবস্থা আছে তারা সেই ব্যবস্থায় যাবে। অন্যথায় আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
দুজনের কাছ থেকে কেরু অ্যান্ড কোম্পানির মদ পাওয়া গেছে বলে জানান বংশাল থানার ওসি।
এদিকে শিক্ষার্থীদের সঙ্গে অ্যাম্বুলেন্সের চালক আব্দুল্লাহ দুলালকেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জাবির ৪৩তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব (র্যাগ ডে) উদযাপন উপলক্ষে বংশাল এলাকা থেকে মদ কেনার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী রোগী আনার কথা বলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্স ব্যবহার করে মদ কিনে ক্যাম্পাসে ফিরছিলেন দুই ছাত্র। পথে ঢাকা ব্যাংকের কাছে পৌঁছানোর পর পুলিশ অ্যাম্বুলেন্সটি আটক করে।