বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

  • প্রতিনিধি, ফরিদপুর   
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪৯

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। অভিযান চালিয়ে চালককে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।  

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়াল নগর গ্রামে শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ১৩ বছর বয়সী সাকিব শেখ এবং ১৮ বছর বয়সী সিফাত শেখ।

সাকিব শেখ সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের শেখ আবদুর রবের ছেলে। সিফাত শেখ একই এলাকার লোকমান শেখের ছেলে। সাকিব ও সিফাত চাচাতো ভাই।

সাকিব চরপদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। সিফাত রাজবাড়ী সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।

সাকিবের ছোট চাচা শেখ আবদুর রাজু জানান, সিফাত ও সাকিব মোটরসাইকেলে যাচ্ছিল। জৌকুরা বাজার এলাকায় নতুন রাস্তার কাছে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানান।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, দুপুর আড়াইটার দিকে আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। তারা মাথায় আঘাত পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। অভিযান চালিয়ে চালককে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর