বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় সেবা ও পণ্যের দাম কমানো, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি, বর্তমান সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে শনিবার ঢাকাসহ সারা দেশে বিভাগগুলোতে সমাবেশ করছে বিএনপি।
দুপুর ও বিকেলে এসব সমাবেশে স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন।
ঢাকা
রাজধানীর নয়াপল্টন এলাকায় ঢাকা বিভাগীয় সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সমাবেশে অংশ নিয়েছেন।
চট্টগ্রাম
নগরীর কাজীর দেউড়ী এলাকায় বিভাগীয় সমাবেশে অংশ নিয়েছেন বিএনপি নেতা-কর্মীরা, যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রাজশাহী
শহরের সোনাদিঘী মোড় এলাকায় বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
খুলনা
মহানগরীর কে ডি ঘোষ রোডের কেসিসি মার্কেট ও জেলা পরিষদ ভবনের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সিলেট
মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে শনিবার দুপুর আড়াইটার দিকে নগরের রেজিস্টারি মাঠে এ সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
ফরিদপুর
বিএনপির সাংগঠনিক বিভাগ ফরিদপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউট মাঠে সমাবেশে প্রধান অতিথি করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে।
রংপুর
বিভাগীয় শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা, যাতে প্রধান অতিথি দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
ময়মনসিংহ
নগরের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বরিশাল
নগরের জিলা স্কুল প্রাঙ্গণে সমাবেশে অংশ নিয়েছে বিএনপি, যাতে প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
কুমিল্লা
বিএনপির সাংগঠনিক আরেক বিভাগ কুমিল্লার টাউন হল প্রাঙ্গণে সমাবেশে অংশ নিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিউজবাংলার চট্টগ্রাম প্রতিনিধি আরাফাত বিন হাসান, রাজশাহী প্রতিনিধি আহসান হাবিব অপু, খুলনা প্রতিনিধি আওয়াল শেখ, সিলেট প্রতিনিধি দেবাশীষ দেবু, ফরিদপুর প্রতিনিধি রাশেদুল হাসান কাজল, রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধি কামরুজ্জামান মিন্টু, বরিশাল প্রতিনিধি তন্ময় তপু ও কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু]