গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় ভান্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় বেলা দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান নিউজবাংলাকে এসব তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে গোডাউনে রাখা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।