বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জমি নিয়ে বিরোধে নারীসহ ৮ জনকে কোপাল প্রতিপক্ষ

  • প্রতি‌নি‌ধি, মাদারীপুর    
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:০১

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার জানান, হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে নারীসহ ৮ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই এলাকার সোহরাব সরদার, তার ছেলে আকাশ সরদার, একই এলাকার মাসুদ সরদার, খালেক সরদারের স্ত্রী জুলেখা বেগম, বাদশা সরদারের স্ত্রী মালা বেগম, হালান সরদারের ছেলে বিল্লাল সরদার, আসাদ সরদার ও তার স্ত্রী সোরেফা বেগম।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী নিউজবাংলাকে এসব তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, মিয়ারচর এলাকার আসাদ সরদারের সঙ্গে প্রতিবেশি জালাল সরদারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে মীমাংসার জন্য এলাকায় বেশ কয়েকবার সালিশী-বৈঠক করে স্থানীয় মাতবররা। এতে সমাধান না হলে ক্ষিপ্ত হয়ে আসাদ ও তার পরিবারের ওপর দুপুরে অতর্কিত হামলা চালায় জালাল ও তার লোকজন।

এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় নারীসহ ৮ জনকে। পরে আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। এদিকে অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজে পাঠায় চিকিৎসক। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী।

ওসি মনোয়ার জানান, হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর