বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেয়েকে যৌন হয়রানি, বাবার আত্মহত্যা

  • প্রতিনিধি, পঞ্চগড়    
  • ২ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:৫৩

স্থানীয়দের ভাষ্য, গলায় চাঁদর পেচিয়ে আত্মহত্যা করেন ভুক্তভোগী ওই মেয়ের বাবা। বুধবার রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ।

কলেজপড়ুয়া মেয়েকে তুলে নিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন পলাশ চন্দ্র বর্মন (৩০) নামের এক যুবক। এ ঘটনার পর আত্মহত্যা করেছেন ভুক্তভোগীর বাবা। অভিযোগ উঠেছে, যৌন হয়রানির বিচার না পেয়েই আত্মহত্যা করেন তিনি।

পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের লাখেরাজ ঘুমটি এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।স্থানীয়দের ভাষ্য, গলায় চাঁদর পেচিয়ে আত্মহত্যা করেন ভুক্তভোগী ওই মেয়ের বাবা। বুধবার রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।ভুক্তভোগী ওই মেয়ের ভাই জানান, তার কলেজপড়ুয়া ছোট বোনকে গত ১৭ জানুয়ারি রাতে প্রতিবেশী পলাশ চন্দ্র বর্মন বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল। পরে পরিবারের লোকজন দেখে ফেলায় পলাশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পলাশ সেখান থেকে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র বর্মন আশ্বস্ত করেন যে, বিষয়টি তিনি সুরাহা করবেন । কিন্তু এক সপ্তাহ পরেও এ ঘটনার বিচারের জন্য কোনো উদ্যোগ নেননি তিনি।

মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র বর্মন বলেন, ‘আমি অভিযোগ পেয়ে উভয়পক্ষকে নোটিশ করেছি। এ নিয়ে গত ১ ফেব্রুয়ারি বসার কথা ছিল, কিন্তু অভিযোগকারীরাই আসেননি। না আসলে কীভাবে সুরাহা করবো? আর আত্মহত্যার খবর পেয়ে আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, তবে কেন আত্মহত্যা করেছে তা জানি না। ’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর