বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৩

  • প্রতিনিধি, ময়মনসিংহ    
  • ২ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২২

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অন্য একটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর এলাকার বনরুপা হোটেলের সামনে বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন উপজেলার ধানিখোলা ইউনিয়নের চরকুমারি গ্রামের জিন্নাহর ছেলে ২৪ বছর বয়সী মিলন মিয়া। তিনি ভ্যানগাড়ী চালক ছিলেন। অন্যজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, ভোরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দ্রুতগতির ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। উপজেলার বৈলর এলাকার বনরুপা হোটেলের সামনে আসতেই যাত্রীবাহী একটি ভ্যানসহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক মিলন ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন ধাক্কা দেয়া ট্রাকটির হেলপারসহ তিনজন। স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানান, ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর