ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ।
বুধবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসান ভোটের ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সবমিলিয়ে লাঙ্গল প্রতীক নিয়ে ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন হাফিজ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকের গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র) পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট।
এ ছাড়াও ওয়াকার্স পার্টির ইয়াসিন আলী (হাতুড়ি) পেয়েছেন ১১ হাজার ৩৫৬ ভোট, জাকের পার্টির ইমদাদুল হক (গোলাপফুল) ২২ হাজার ৫৭ ভোট, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির সাফি আল আসাদ (আম) ৯৫৩ভোট, বিএনএফের সিরাজুল ইসলাম (টেলিভিশন) পেয়েছেন ১৪১২ ভোট।