বুধবার রাত পৌনে ৮টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই ফলাফল জানা গেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম ফল ঘোষণা করছেন।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ৩৫ হাজার ভোট পেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান আকন্দের এখন পর্যন্ত পাওয়া ভোটের সংখ্যা ১৮ হাজার ২৪৭।
বুধবার রাত পৌনে ৮টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই ফলাফল জানা গেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম ফল ঘোষণা করছেন।
এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম মেশিনে এ আসনে ভোট হয়।