ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষার মাসের প্রথম দিন বাংলায় একটি রায় দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। একটা ফৌজদারি রিভিশন মামলায় রুল চূড়ান্ত নিষ্পত্তি করে বাংলায় রায় ও আদেশ দেয়া হয়।
রায় ঘোষণার সময় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন, ১৩ বছরের বিচারিক জীবনে প্রথম বাংলায় রায় দিলাম এবং বাংলায় এই রায় দিতে পেরে গর্ববোধ করছি।
তিনি আরও বলেন, এই ভাষার মাসে চেষ্টা থাকবে প্রতিদিন একটা করে বাংলায় রায় বা আদেশ দেব।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মজনু মোল্লা ও মো. রুহুল আমিন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিকী আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।
মামলা থেকে জানা যায়, বরগুনার এলজিইডির ঠিকাদার মো. জহিরুল ইসলাম অভিযোগ করেন পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, উপজেলা এলজিইডির নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. জালাল উদ্দিন তার প্রতিষ্ঠানের নামে ২ লাখ টাকা বিলের জন্য ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
এ কারণে জহিরুল ইসলাম বরগুনার জ্যৈষ্ঠ বিশেষ বিচারক আদালতে মামলা করেন। কিন্তু বিচারক কয়েকটি কারণ দেখিয় মামলা খারিজ করে দেন। এ কারণে তিনি হাইকোর্টে রিভিশন করেন।
রিভিশনের রুলটি হাইকোর্ট চূড়ান্ত নিষ্পত্তি করে রায় দেয় এবং মামলাটি গুণাগুণের ভিত্তিতে নিষ্পত্তি করার জন্য বিচারিক আদালতকে নির্দেশ দেয়।