নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জের মাওলা বাজার এলাকায় নিজ বাড়ির খাটের ওপর থেকে আব্দুল হালিম নামে এক মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মাওলা বাজারের ওই বাড়ি থেকে বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মঙ্গলবার মধ্যরাতে তিনি মারা গেছেন। তার ঘর থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
মৃত ৭২ বছর বয়সী মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাওলাবাজার এলাকার বাসিন্দা ছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক নিউজবাংলাকে এসব তথ্য জানান।
স্বজনরা জানান, মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের এক ছেলে ও দুই মেয়ে। মেয়েরা স্বামীর বাড়ি থাকেন। ছেলের পরিবারের সঙ্গে থাকেন তিনি। ঘটনার সময় ছেলে মাসুদ ছাড়া তার বাড়িতে অন্য কেউ ছিলেন না। পরিবারের অন্য সদস্যরা মঙ্গলবার তাদের আত্মীয়দের বাড়িতে বেড়াতে যান। রাতে আলাদা কক্ষে ঘুমিয়ে ছিলেন বাবা ও ছেলে।
ওই মুক্তিযোদ্ধার ছোট মেয়ে নুরুন নেছা বলেন, ‘রাত আড়াইটার দিকে বাড়ির ভাড়াটিয়া ফোন করে জানায় একদল দুর্বৃত্ত ঘরে ডাকাতি করেছে। ঘুমন্ত অবস্থায় ভাই মাসুদকে হাত পা ও চোঁখ বেধে মারধর করে টাকা ও স্বর্নালংকার নিয়ে গেছে। আরেক রুমে বাবা পড়ে আছেন, তিনি কোনো কথা বলছেন না। বাড়িতে গিয়ে দেখি বাবা মারা গেছেন। ঘরে থাকা জমি বিক্রির ২০ লাখেরও বেশি টাকা ও স্বর্ণালংকার নেই।’
ওসি রিজাউল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তার মৃত্যুর কারণ।
ওসি আরও জানান, খাটের ওপরে ওই মুক্তিযোদ্ধার মরদেহ পাওয়া যায়। তাদের বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে। ওই বাড়িতে চারটি সিসি টিভি ক্যামেরা আছে তবে দুর্বৃত্তরা হার্ড ডিক্স নিয়ে গেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে৷