বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বর্ণিল মাদারীপুর উৎসবের পর্দা নামলো শিবচরে

  • প্রতিনিধি, মাদারীপুর    
  • ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:৫৭

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, জেলার ইতিহাস, ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতিকে সারাদেশে পরিচয় করাই ছিল মাদারীপুর উৎসবের মূল উদ্দেশ্য।

মাদারীপুর সদরে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১২ দিনব্যাপী বর্ণিল মাদারীপুর উৎসবের পর্দা নামলো শিবচরে ।

শিবচরে মঙ্গলবার রাতে সেটির বর্ণিল পর্দা নামলো। শেষ দিনে গান গেয়ে মঞ্চ মাতান তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এর আগে গত ২০ জানুয়ারি বিকেল ৫টায় মাদারীপুর আছমত আলী খান স্টেডিয়ামে ১২ দিনব্যাপী মাদারীপুর উৎসব ও মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, উদ্বোধন থেকে শুরু করে সমাপনী পর্যন্ত দেশ বরেণ্য সব গুনীজনের অংশগ্রহণে জমকালো সব আয়োজন ছিল মনোমুগ্ধকর ও আকর্ষনীয়। জেলার ইতিহাস, ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতিকে সারাদেশে পরিচয় করাই ছিল মাদারীপুর উৎসবের মূল উদ্দেশ্য।

২০ জানুয়ারী সন্ধা ৬টায় একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী শুরু হয় পৌর অডিটরিয়ামে।

জেলা সদরসহ ৫ উপজেলায় গৃহীত নানা কর্মসূচি পালনসহ ১২ দিনব্যাপী ‘মাদারীপুর উৎসব ২০২৩’ এর সমাপনী দিন মঙ্গলবার শিবচরে স্মার্ট শিবচর উদ্বোধন এফ.আর খান উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো এবারের বর্ণিল আয়োজন।

এ ছাড়া ১২ দিন জেলা সদর, শিবচর, কালকিনি, রাজৈর, ডাসারসহ ৫ উপজেলায় আলাদাভাবে উৎসবের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল গোল্ডকাপ দাবা, কাবাডি টেনিস, ক্রিকেট, হ্যান্ডবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট, পিঠা উৎসব, ম্যারাথন, মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান ‘প্রজন্মকে জানি’ সাহিত্য সম্মেলনসহ ২৬টির বেশি অনুষ্ঠান হয়।

তিনি আরও জানান, গত ২১ জানুয়ারি জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট, আচমত আলী খান গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট, জেলা প্রশাসক জাতীয় লন টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

২২ জানুয়ারী কালকিনিতে উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক ডা. জোহরা কাজী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট, রাজৈর উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘প্রজন্মকে জানি’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আর শেষ দিন মঙ্গলবার দুপুরে শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে স্মার্ট শিবচর উদ্বোধন, এফ. আর. খান উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার উদ্বোধন এবং সন্ধ্যায় হাতির বাগান মাঠে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো খবর