বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌ-পুলিশকে গলাটিপে হত্যার অভিযোগ

  • প্রতিনিধি, হবিগঞ্জ    
  • ৩১ জানুয়ারি, ২০২৩ ১২:৪৯

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র জানান, রাতে মার্কুলি বাজারের একটি ফ্লেক্সিলোডের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন পুলিশ সদস্য জাহাঙ্গীর। এ সময় হঠাৎ করে পুলক দাস সেখানে গিয়ে জাহাঙ্গীরের মাথায় স্কেল দিয়ে আঘাত করে গলাটিপে ধরেন। কনস্টেবল জাহাঙ্গীর আলম মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জের বানিয়াচংয়ে নৌ-পুলিশের এক সদস্যকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার মার্কুলি বাজারের এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।

মারা যাওয়া ৪১ বছর বয়সী পুলিশ সদস্যের নাম জাহাঙ্গীর আলম। তিনি বানিয়াচং উপজেলার মার্কুলি নৌ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

আটক পুলক দাস নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের ক্ষীর মোহন দাসের ছেলে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দাশ নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে মার্কুলি বাজারের একটি ফ্লেক্সিলোডের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন পুলিশ সদস্য জাহাঙ্গীর। এ সময় হঠাৎ করে পুলক দাস সেখানে গিয়ে জাহাঙ্গীরের মাথায় স্কেল দিয়ে আঘাত করে গলাটিপে ধরেন। পরে কনস্টেবল জাহাঙ্গীর আলম মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, স্থানীয় লোকজন আসামি পুলককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তবে কী কারণে পুলক এ কাজ করেছে তা এখনও জানা যায়নি। পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

এ বিভাগের আরো খবর