২০৪১ সালকে স্মরণীয় করে রাখতে মাদারীপুরের শিবচরে ২০ একর জায়গা জুড়ে ৪১ তলা বিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার নির্মিত হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি এ কথা জানান।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশকে মজবুত করতে ২০৪১ সালকে সামনে রেখে একটি মিশন-ভিশন তৈরি করেছে। যেখানে থাকছে জ্ঞানভিত্তিক বুদ্ধিদীপ্ত ও সাশ্রয়ী বাংলাদেশ গড়ার প্রত্যয়। তাই দিন দিন প্রযুক্তিবিদ ও প্রযুক্তির সঙ্গে বাংলাদেশকে পরিচিত করে তোলা হচ্ছে।
‘২০৪১ সালকে স্মরণীয় করে রাখতে মাদারীপুরের শিবচরে ২০ একর জায়গা জুড়ে ৪১ তলা বিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার নির্মিত হবে। যা হবে বাংলাদেশের এমআইটি। এখান থেকে তৈরি হবে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ।’
তিনি আরও বলেন, ‘বিকেএসপি যেমন এদেশে সাকিব আল হাসান তৈরি করেছে, তেমনি একদিন বিশ্ব আইটি সেক্টরে বাংলাদেশ রাজত্ব করবে। যে কারণে মাদারীপুরের শিবচরে ১৫০০ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণ শুরু হলো। এখান থেকে শত শত প্রযুক্তিবিদ তৈরি হবে। যা পুরো দেশসহ বিদেশের প্রযুক্তিকেও নেতৃত্ব দিবে।’
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ১ আসনের সাংসদ ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সদস্য কাজী নাবিল, নাহিদ খান, খাদিজাতুল আনোয়ার ছনি, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম খান।