মেহেরপুরে অপারেশনের টেবিলে প্রসূতির মৃত্যুর অভিযোগের ঘটনায় বেসরকারি চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠান দারুস সালামের বিরুদ্ধে মামলা হয়েছে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এস এম শরিয়তুল্লাহ স্বপ্রণোদিত হয়ে সোমবার দুপুরে মামলাটি করেন।
মামলাটি মেহেরপুর জেলা পুলিশ সুপারকে (সার্কেল) তদন্ত করে আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে মেহেরপুর জেলা সিভিল সার্জনকে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে জেলার সব ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিকের তালিকা দেয়ার নির্দেশ দেয়।
গত ২৪ জানুয়ারি মেহেরপুর শহরের সরকারি কলেজ মোড়ের সামনে অবস্থিত বেসরকারি ক্লিনিক দারুস সালাম ক্লিনিকে অপারেশনের টেবিলে ২৫ বছর বয়সী প্রসূতি সুমাইয়া খাতুনের সন্তান প্রসবের সময়ে মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময় প্রসূতির একটি সুস্থ্য মেয়ে সন্তান জন্ম নেয়।
এ অপারেশনটি করেন ক্লিনিকের মালিক ডা. আব্দুস সালাম নিজেই। প্রাথমিকভাবে নিহত প্রসূতির পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ তুললেও লিখিত কোনো অভিযোগ না করায় বিষয়টি এতোদিন ধামাচাপা হয়ে পড়েছিল। তবে ওইদিন স্থানীয় এক গণমাধ্যমে সংবাদ প্রচার হলে বিষয়টি আদালতের নজরে আসে।