ইয়াবা পাচারের মামলায় আট রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে কক্সবাজারের একটি আদালত।
সোমবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।
বিষয়টি রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফরিদুল আলম নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তদের একই সঙ্গে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ দইল্যা, মো. রবি আলম, মোহাম্মদ আলম, মো. শফিকুল, মো. রফিক, মো. নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন। তারা মিয়ানমারের আকিয়া ও মংডুর বিভিন্ন থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবী ফরিদুল আলম জানান, ২০২১ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হন এ আটজন রোহিঙ্গা নাগরিক। তারপর টেকনাফ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় দীর্ঘ শুনানি শেষে বিচারক আজকে এ রায় ঘোষণা করেন।
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় রোহিঙ্গাদের সাজা পাওয়ার ঘটনা নতুন নয়। ইয়াবার মামলয় গত ২৪ জানুয়ারি তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।