বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ না করার আহ্বান প্রধান বিচারপতির

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৯ জানুয়ারি, ২০২৩ ১৯:৫৫

‘কারণে-অকারণে আইনজীবীরা অসহিষ্ণু হয়ে উঠেছে এ কথা শুনতে চাই না। কার দোষ, কার দোষ না, সেটা আমি বলতে চাই না। আমরা এমন কোনো কাজ করব না যাতে জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয় বা বিচার প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়।’

বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ না করতে আইনজীবীসহ বিচার বিভাগের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

বারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে প্রধান বিচারপতি বলেন, খেলা বিশ্বব্যাপী আমাদের পরিচয় করিয়ে দেয়, যেটা আমরা দেখেছি বিশ্বকাপে। খেলাধুলায় শরীর-মন ঠিক থাকে।

তিনি বলেন, ‘কারণে-অকারণে আইনজীবীরা অসহিষ্ণু হয়ে উঠেছে এ কথা শুনতে চাই না। কার দোষ, কার দোষ না, সেটা আমি বলতে চাই না। আমরা এমন কোনো কাজ করব না যাতে জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয় বা বিচার প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়।’

তিনি বলেন, ‘বার যদি বেঞ্চকে সম্মান করে তাহলে বেঞ্চ সম্মানিত হবে। আর বেঞ্চ যদি আইনজীবীকে সম্মান করে তাহলে আইনজীবীরা সম্মানিত হবেন। একে অপরকে সম্মান করে কথা বলা উচিত। অসহিষ্ণু না হয়ে আমাদের ধৈর্য্য ধারণ করে জুডিশিয়ারির সম্মান রক্ষা করতে হবে।

‘জুডিশিয়ারিকে হেফাজত করা ও শক্তিশালী করা আমার একার পক্ষে সম্ভব না। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করি।’

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল জানান, প্রতি বছর আইনজীবীদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। তারই ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয়েছে। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন, লুডু, টেবিল টেনিস, পুলসহ বিভিন্ন ইনডোর খেলা অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো খবর