সিলেট-জকিগঞ্জ সড়কে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস চলাচলের প্রতিবাদে সোমবার থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম রোববার দুপুরে এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার রাতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে যৌথ সভায় ধর্মঘটের সিদ্ধান্ত হয়। সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হবে। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, জকিগঞ্জ সড়কে বিআরটিসির চারটির বেশি বাস চলাচল না করা ও প্রতিটি বাসে দিনে সর্বোচ্চ চারটি ট্রিপ দেয়ার দাবি জানিয়ে ১১ ও ২৩ জানুয়ারি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেয়া হয়, কিন্তু তাদের এ দাবি মানা হয়নি।চলতি মাসে সিলেট-জকিগঞ্জ সড়কে সরকারি প্রতিষ্ঠান বিআরটিসির এসি ও নন এসি বাস চলাচল শুরু হয়।