বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলতি শীতে নিপা ভাইরাসে ৮ জনের মধ্যে ৫ জনই মারা গেছেন

  •    
  • ২৯ জানুয়ারি, ২০২৩ ১৮:১৩

খেজুরের রস খাওয়ার ব্যাপারে জনগণকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘‌দেশে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। দেশে চলতি শীত মৌসুমে আটজন ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে পাঁচজনই মারা গেছেন।’

বাদুড় থেকে সংক্রমিত নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেশে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, চলতি শীত মৌসুমে এ ভাইরাসে আক্রান্ত আটজনের মধ্যে পাঁচজনই মারা গেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার একটি পর্যালোচনা সভায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। খেজুরের রস খাওয়ার ব্যাপারে জনগণকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘‌দেশে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। দেশে চলতি শীত মৌসুমে আটজন ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে পাঁচজনই মারা গেছেন।’

বেসরকারি হাসপাতালগুলোতে ভোগান্তি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‌বেসরকারি হাসপাতালের বেড সংখ্যা, যন্ত্রপাতি, অবস্থান, লোকবল, সুযোগ-সুবিধা ভেদে এগুলোকে এ,বি, সি, ডি ক্যাটাগরিতে ভাগ করে দেয়া হবে। ক্যাটাগরি ভেদে হাসপাতালগুলোতে সরকার কর্তৃক নির্দিষ্ট ফি নির্ধারণ করা থাকবে। এতে মানুষ আগে থেকেই জানতে পারবে কোন হাসপাতালে গেলে কি কি সুবিধা পাওয়া যাবে ও চিকিৎসায় কত ব্যয় হবে।’

তিনি বলেন, ' সারাদেশে অলিতে-গলিতে ক্লিনিক হয়ে গেছে। কিছু ক্লিনিক মান-সম্মত হলেও অধিকাংশেরই সেবার মান ভালো না। ‘ফি’-ও নেয়া হয় ইচ্ছে মতো। এগুলোতে নিয়ম অনুযায়ী যন্ত্রপাতি নেই, কিছু মেশিন আছে যেগুলো সেগুলোও ঠিক মতো কাজ করে না। এসব অনিয়ম আর চলতে পারবে না।'সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)-এর সভাপতি মোস্তাফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক কামরুল হাসান মিলন, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি মুবিন খান, মহাসচিব ও সংসদ সদস্য আনোয়ার হোসেন খানসহ আরও অনেকে।

এ বিভাগের আরো খবর