বার ও বেঞ্চের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সারাদেশ থেকে আসা বিভিন্ন জেলার আইনজীবী সমিতির নেতারা। একইসঙ্গে তারা নিম্ন আদালতে দুর্নীতি, আইনজীবীদের প্রশিক্ষণের অভাব ও বিচারকদের রায়ের মান নিম্নমুখী বলে অভিযোগ করেছেন। নিম্ন আদালতে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী শনাক্ত করে ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন তারা।
শনিবার বার কাউন্সিল ভবনে কাউন্সিলের বর্ধিত সভায় অংশ নিয়ে আইনজীবী নেতারা এসব কথা বলেন।
এদিকে সভার প্রথমার্ধে বিএনপিপন্থী আইনজীবীদের কথা বলার সুযোগ না দেয়ায় দু’পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল বাধে। পরে অ্যাটর্নি জেনারেলের হস্তক্ষেপে দু’পক্ষ শান্ত হয়।
বর্ধিত সভায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি বার কাউন্সিলের নির্বাচিত সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘অতি সম্প্রতি আইনজীবীদের রাস্তাঘাটে মারধর করা হয়। অথচ বার কাউন্সিল এ নিয়ে কিছু বলে না।’
সিলেট বার থেকে আসা আইনজীবী সমিতির সভাপতি বলেন, ‘আইন পেশার মান উন্নয়ন, নবীন আইজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে বার ও বেঞ্চের মধ্যে সম্পর্কে ভালো হবে।’
আড়াই হাজার নতুন আইনজীবীকে বসার জায়গা দিতে পারছে না বলেও বার কাউন্সিলকে জানান তিনি।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি লস্কর নুরুল হক বার কাউন্সিলের নেতাদের উদ্দেশ করে বলেন, ‘বার ও বেঞ্চে তিক্ততা বন্ধে উদ্যোগ নিন; তাদের সুরক্ষা দিন। অনেক আইনজীবী হয়রানির শিকার হন। ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীরা কেন প্রতিবাদ করছেন তার কারণ খুঁজে বের করুন।’
বিভিন্ন জেলা থেকে আসা আইনজীবীরা বার ও বেঞ্চের মধ্যে বিদ্যমান বিরোধ দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বর্ধিত সভায় সভাপতিত্বে করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানসহ বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা।