মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশায় একটি পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সকিনা সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-উপজেলার ভূনবীর এলাকার সালেহ উদ্দিন (৩৫) ও একই উপজেলার শাসন গ্রামের অটোরিকশাচালক আলী আকবর (৩৪)।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, অটোরিকশাটি উপজেলার ভূনবীর এলাকা থেকে শ্রীমঙ্গলে যাচ্ছিল। পথে সকিনা সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মৌলভীবাজারে স্থানান্তর করা হয়। অন্য একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই অটোরিকশাচালক আলী আকবর মারা যান। এদিকে অবস্থার অবনতি হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সালেহ উদ্দিনের মৃত্যু হয়।
শ্রীমঙ্গল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. রাকিব-বিন ইসলাম বলেন, সকালে ওই এলাকায় প্রচুর কুয়াশা ছিল। এ কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান নিয়ে এর চালক পালিয়ে গেছেন।