চট্টগ্রামের লোহাগড়ায় একটি বিরল প্রজাতির তুষার পেঁচা ও দুটি লজ্জাবতী বানর পাচারকালে চারজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার বার আউলিয়া কলেজ এলাকা থেকে শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়।
আটক চারজন হলেন বান্দরবানের আলীকদম উপজেলার দানু সদ্দার পাড়ার ২৭ বছর বয়সী মোবার হোসেন, একই উপজেলার দক্ষিণ পূর্ব পাড়ার ২৮ বছর বয়সী মো. সাদ্দাম হোসেন, উত্তর পালং বাড়ির ২৪ বছর বয়সী মহিউদ্দিন ও খুলনার সোনাডাঙ্গা উপজেলা বইরা গ্রামের ৪২ বছর বয়সী আজাহার সিকদার।
লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিরল প্রজাতির তুষার পেঁচা ও লজ্জাবতী বানরসহ তাদের আটক করে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
তিনি আরও জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪(খ) ধারা অনুযায়ী এভাবে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় এবং আমদানি-রপ্তানি করা শাস্তিযোগ্য অপরাধ।
ডুলাহাজরা সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেন বলেন, ‘প্রাণীগুলো আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের এই পরিবেশে তুষার পেঁচা পাওয়া যায় না, অতিথি পাখি হিসেবে এই এলাকায় এসে থাকতে পারে। তবে এখনো যেহেতু বেঁচে আছে, তাই আমরা ধারণা করছি হয়তো সার্ভাইব করবে এটি।’
তিনি আরও বলেন, ‘পাচারকারীরা বিরল এই পেঁচাটি বান্দরবানের আলীকদম এলাকা থেকে ধরেছে।’
তুষার পেঁচা সাধারণত বরফাচ্ছন্ন এলাকায় বসবাস করে। উত্তর মেরু, উত্তর আমেরিকা, উত্তর এশিয়া আর ইউরোপের বরফ ঢাকা এলাকায় এদের দেখা যায়। বাংলাদেশে এই পেঁচার দেখা না মিললেও অতিথি পাখি হিসেবে এটি বরফাচ্ছন্ন কোনো এলাকা থেকে এদেশে এসেছে বলে ধারণা করা হচ্ছে।