রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন জানান, কয়লা পরীক্ষার যন্ত্র চুরির ঘটনায় তদন্ত চলছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কয়লার মান নির্ণয়ের একটি যন্ত্র গায়েব হয়ে গেছে।
গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের তৈরি প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ওই ‘বোম্ব ক্যালরিমিটার’ যন্ত্রটি চুরি হয়। এখনও তার খোঁজ মেলেনি।
এ তথ্য নিশ্চিত করে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, কয়লা পরীক্ষার যন্ত্র চুরির ঘটনায় তদন্ত চলছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
গত ১৫ মাসে অভিযান চালিয়ে চোরচক্রের ২০ জনকে আটক ও এ বিদ্যুৎকেন্দ্রের অর্ধকোটি টাকার মালামাল উদ্ধার করে র্যাব। আনসার সদস্যরাও গ্রেপ্তার করেছেন বেশ কয়েকজনকে। একই সঙ্গে উদ্ধার হয় মালামাল।