মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল আহাদ ওরফে লিমন ওরফে ভিপি লিমনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার ভোর ৪টার দিকে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে র্যাব-২ এর জ্যৈষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ফজলুল হক জানান, গ্রেপ্তার আব্দুর আহাদ ওরফে ভিপি লিমন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ২০১৪ সালে একটি মাদক মামলায় দু বছর জেলে থেকে জামিনে বের হয়ে তিনি আত্মগোপন করেন। বিভিন্ন পরিচয়ে আত্মগোপনে থেকে তিনি আবারও মাদক ব্যবসা চালিয়ে যান।
তিনি জানান, এরমধ্যে বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন সাজা দেয়। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ৭ বছর পলাতক থাকার পর গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ভিপি লিমন মাদক মামলায় সাজা হওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানান র্যাব কর্মকর্তা ফজলুল হক। তিনি জানান, লিমন জানিয়েছন, আত্মগোপনে থাকার সময় কখনও রাজমিস্ত্রি আবার কখনও অটোরিকশা চালাতেন। এসব কাজের আড়ালে মাদক পরিবহন ও বিক্রির কাজ করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে বলেও স্বীকার করেন।
র্যাব কর্মকর্তা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।