বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরিশালে শিক্ষককে মারধরের অভিযোগ

  • প্রতি‌নি‌ধি, ব‌রিশাল   
  • ২৭ জানুয়ারি, ২০২৩ ০৯:১০

মুলাদী থানার ওসি তুষার কান্তি মন্ডল বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

বরিশালের মুলাদী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে।

উপজেলার আল শহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্ধ্যায় মুলাদী থানায় লিখিত অভিযোগ দিয়েছে হামলার শিকার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মন্ডল বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

আহত শিক্ষক জাকির হোসেন জানান, বৃহস্পতিবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে বিদ্যালয়ে বেসরকারি সংস্থা সেইন্ট বাংলাদেশের তত্ত্বাবধানে শিক্ষক নিয়োগের আলোচনা হয়। মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের পরামর্শ দেন তিনি। কিন্তু উপজেলার সফিপুর গ্রামের ফয়জুর রহমান টুলু সরদার তার আত্মীয়কে নিয়োগ দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এ নিয়ে তাদের তর্কাতর্কি হয়।

জাকির বলেন, ‘এক পর্যায়ে ফয়জুর রহমান আমার উপর হামলা করে। কিলঘুষি দেয়াসহ জুতাপেটা করে ও প্রাণনাশের হুমকি দিয়েছে। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।’

মুলাদী উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান বলেন, ‘বিদ্যালয় মাঠে সকলের সামনে একজন শিক্ষকের উপর এ ধরনের হামলা খুবই দুঃজনক। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।’

অ‌ভি‌যো‌গের বিষ‌য়ে ফয়জুর রহমান টুলু বলেন, ‘শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে জাকির হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। তাকে মারধর করা হয়নি। এমনকি কোনো ধরনের হুমকিও দেয়নি।’

এ বিভাগের আরো খবর