সংবাদকর্মী আহসানুল হক টুটুল মারা গেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ী অনেকে শোক প্রকাশ করেছেন।
টুটুলের মরদেহ দিনাজপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নামাজে জানাযা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।
আহসানুল হক টুটুল দৈনিক কালের কণ্ঠ, আমার দেশ, সকালের খবরসহ বেশকিছু সংবাদ মাধ্যমে কম্পিউটার গ্রাফিকস বিভাগে সুনামের সঙ্গে কাজ করেছেন। কয়েক বছর ধরে তিনি চাকরি ছেড়ে ব্যবসায় নিয়োজিত হয়েছিলেন।
বেশ কয়েক বছর আগে টুটুলের হার্টে ব্লক ধরা পড়ে। জটিল সেই সার্জারি ঢাকায় করা সম্ভব হয়নি। ভারতের চেন্নাইয়ে গিয়ে তিনি হার্টের সার্জারি করান। এরপরও একাধিক বার তিনি চিকিৎসার জন্য চেন্নাইয়ে গেছেন। সেখানকার চিকিৎসকের পরামর্শ মেনেই চলছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, দুদিন আগে কল্যাণপুরের পাইকপাড়ার বাসায় হার্ট অ্যাটাক হয় টুটুলের। তাৎক্ষণিক তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী সামিনা হক বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন পোর্টালে জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে কর্মরত।
পরিবারের পক্ষ থেকে সবার কাছে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে।