বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) ঢাকার যমুনা ফিউচার পার্কের আইভ্যাক সেন্টারে ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার (ভিএএফসি) উদ্বোধন হয়েছে। কেন্দ্রটি অনলাইনে ভিসা আবেদন ফরম পূরণের সুবিধা দেবে।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বৃহস্পতিবার এই ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভিসা আবেদনকারীরা পাসপোর্ট/নথিপত্র নিয়ে ভিএএফসি-তে এসে অনলাইনে আবেদনপত্র পূরণ করে সেটা প্রিন্ট করাতে পারবেন। এজন্য আবেদনপ্রতি দুশ’ টাকা ফি দিতে হবে।
ভিএএফসি-টি জেএফপি-র আইভ্যাক-এর কাছেই অবস্থিত। সে সুবাদে ভিসা আবেদনকারীরা সহজেই ভিএএফসি-তে ভিসা আবেদন প্রস্তুত করতে পারবেন এবং তারপর আইভ্যাকে গিয়ে পূর্ণাঙ্গ ভিসা আবেদনপত্র ও নথি জমা দিতে পারবেন। তাতে সময় ও শ্রম দুই-ই বাঁচবে৷
যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক ২০১৮ সালের জুলাইয়ে কার্যক্রম শুরু করে, যা বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।