সমুদ্রপথে চট্টগ্রামে প্রবেশের সময় একটি ফিশিং বোট থেকে ২ লাখ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। তাদের মধ্যে একজন রোহিঙ্গা সদস্যও রয়েছে। জব্দ ইয়াবার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।
আটক ৫ জন হলেন- নুরুল আবছার, মেহের আলী, আব্দুল হামিদ, কালু ও নুরু হাসান। তাদের মধ্যে নুরু হাসান রোহিঙ্গা। বাকি চারজন কুতুবদিয়া এলাকার বাসিন্দা।
র্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে টেকনাফের শাপলাপুর থেকে ফিশিং বোটে ইয়াবার বড় একটি চালান চট্টগ্রামে প্রবেশের চেষ্টা করছে। এজন্য আমরা বিভিন্ন ঘাট ও সমুদ্রে নজরদারি বৃদ্ধি করি।
‘এক পর্যায়ে বোটটি বাঁশখালী ও আনোয়ারার দিকে প্রেবেশের চেষ্টা করে। পরে বোটটি শনাক্ত করে ধাওয়া করলে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটে থামে। এ সময় ৫ মাদক কারবারিসহ বোটটি আটক করা হয়।’
তিনি বলেন, ‘মাদক কারবারিদের আটকের পর তাদের দেয়া তথ্য অনুযায়ী ওই ফিশিং বোটের মাছের ড্রাম থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০টি প্যাকেটে ২ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ এসব ইয়াবার মূল্য প্রায় ৬ কোটি টাকা। তারা টেকনাফের সীমান্ত এলাকা থেকে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল।’