বগুড়ায় নির্মাণাধীন ভবনের লিন্টন বিম ভেঙে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
শহরের জলেশ্বরীতলা এলাকার সিটি সেন্টার নামে ভবনের নিচতলায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
৫২ বছরের শঙ্কর রাজভোড় নামে সদরের দক্ষিণ চেলোপাড়ার বিশ্বনাথ রাজভোড়ের ছেলে। তিনি ভাঙারির শ্রমিক ছিলেন।
সদর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন।
তিনি জানান, সিটি সেন্টার ভবনের লিন্টন বিম ভাঙ্গার সময় সেটি শঙ্করের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভবনটির কেয়ারটেকার আনোয়ার হক খান বলেন, ‘ভবনের পূর্বপাশের কিছু অংশ বিক্রি করে দেয়া হয়েছে। সেই অংশের অবকাঠামোগুলো বুধবার থেকে ভাঙা হচ্ছিল। এই কাজটির ঠিকাদারি নেন জাহাঙ্গীর নামে এক ব্যক্তি। তার নিয়ন্ত্রণে শঙ্কর নামে এই শ্রমিক কাজ করেন। আজকে লিন্টন বিম ভাঙ্গার সময় সেটি তার মাথার ওপর পড়লে সেখানেই মারা যান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।’