দেশে আপাতত নতুন করে কোনো সড়ক না করে বিদ্যমান সড়কগুলোকে মেরামত করে ব্যবহার উপযোগী করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কার্য অধিবেশনে ডিসিদের এ কথা জানান তিনি।
পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘’ডিসি সাহেবদের গুরুত্ব দিয়ে বলেছি, আমি আর এখন নতুন কোনো রাস্তা করতে চাই না। বিদ্যমান রাস্তাগুলোই মেরামত করতে চাই, ব্যবহার উপযোগী করতে চাই। পুরনো রাস্তাগুলো মেরামত ও সংরক্ষণ করাটা এখন আমাদের প্রধান কাজ।’
তিনি বলেন, ‘মফস্বল এলাকায় একটি মোটরসাইকেলের তিনজন করে ওঠে, কারও মাথায় হেলমেট নেই। এ বিষয়গুলো দেখতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।
‘আমি আমার সচিবকে বলেছি, গরিব মানুষের জীবন যেমন আছে তাদের জীবিকাও আছে। তাদের জীবিকার চাকাটা বন্ধ করে দিতে পারি না। নসিমন করিমন ভটভটি এগুলোকে নীতিমালার মধ্যে আনা হবে।’
মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা কমলেও ছোট ছোট যানবাহন দুর্ঘটনায় পড়ায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘সড়কে শৃঙ্খলা আনতে হবে। এটা আমার সর্বোচ্চ অগ্রাধিকার। সড়কে শৃঙ্খলা আনতে না পারলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে। এজন্য আমি শৃঙ্খলার ওপর গুরুত্ব দিয়েছি। ডিসিরাও জানিয়েছেন তারা তাদের পক্ষ থেকে সহযোগিতা করবেন।’