বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে।
কেরানীগঞ্জে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক মো. আক্তারুজ্জামানের আদালতে বুধবার মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ঠিক ছিল, কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন।
আদালত শুনানির পরবর্তী তারিখ আগামী ২০ মার্চ ঠিক করে।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ঠিকাদার নিয়োগে অনিয়ম ও ১৫৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল আলম শাহবাগ থানায় ওই মামলা করেন। আসামিদের মধ্যে বিভিন্ন সময়ে ছয়জনের মৃত্যু হয়।