দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
উপজেলার চুনিয়াপাড়া চার মাথা মোড় নামক স্থানে বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন ২৪ বছর বয়সী মনোয়ার হোসেন মিম ও ২৫ বছর বয়সী রাকিব হোসেন। মনোয়ার খোদাতপুর চারমাথা এলাকার হায়দার আলীর ছেলে ও রাকিব একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, মনোয়ার ও রাকিবের পরিবারের সঙ্গে একই এলাকার ওমর আলীর পরিবারের মধ্যে ২৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। বুধবার সকালে ওই জমিতে দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে মনোয়ার মারা যায়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।
তিনি আরও জানান, আহতদের মধ্যে রাকিবকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।