চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমাবন্দরে দুবাইফেরত যাত্রীর অন্তর্বাস থেকে থেকে প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। এ ঘটনায় জিয়াউল হক নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও এনএসআইর অভিযানে মঙ্গলবার সকালে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের এফজেড-৫৬৩ উড়োজাহাজে আসা জিয়াউলের কাছ থেকে মোট ১ কেজি ৭৬২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার ৬২০ টাকা।
এই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে।