রাজধানীর কাকরাইলে পুলিশের গাড়ির ধাক্কায় মো.তাজুল ইসলাম (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাজুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাজুল রাজবাড়ী জেলার বালিয়া কান্দি উপজেলার কুতুবপুর গ্রামের হুজুর শেখের ছেলে। তিনি রামপুরা টিভি সেন্টার গলিতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ তানিম বলেন, ‘জাজেজ কমপ্লেক্সের পাশে পুলিশের একটি গাড়ি রিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনার পরপরই গিয়ে দেখি একটা লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে থাকা অন্য একটি পুলিশের গাড়িতে উঠিয়ে তাকে চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে যাওয়া হয়।’
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান বলেন, ‘আহত অটোরিকশা চালককে আমাদের ভ্যানে করে ঢামেকে নেয়া হয়, তবে কোন গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন তা এখনই বলা যাচ্ছে না। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’