পৌষের শেষে হিমেল হাওয়ায় কেঁপে কেঁপে ওঠা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঠান্ডা কমতে শুরু করেছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই কদিন আগেও কুয়াশাতেই ঢাকা পড়ছিল আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও শীত যেন কমছিলই না। তবে এখন সেই অবস্থা নেই।
মাঘের শুরুতে কমতে থাকে ঠান্ডা। আকাশ ফুটে বের হতে থাকে তাপ দেয়া সূর্য। রাজধানী ঢাকায় তো বটেই, দেশজুড়েই এখন ঠান্ডা কমছে। এবার তা আরও কমার আভাস এলো।
আবহাওয়া অধিদপ্তর রোববার সকালে যে পূর্বাভাস দিয়েছে, তাতে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার কথা বলা হয়েছে। এই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শীত কমবে, অর্থ্যাৎ একটু গরমও বাড়বে।
মাত্র কদিন আগেও রাজধানীতে তাপমাত্রা কমতে কমতে এক পর্যায়ে ১৬ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে গিয়েছিল। তবে রোববার দুপুর ১২টায় এ নগরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টা ঢাকার আকাশ হয়তো মেঘলা থাকবে, তবে তাপমাত্রা বাড়বে। এই অবস্থা থাকবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারও।
সার্বিক পরিস্তিতিতে বোঝাই যাচ্ছে, ‘মাঘের শীতে বাঘ পালায়’ প্রবচনটি হয়তো গত কয়েক বছরের মতো এবারও থাকছে বইয়ের পাতাতেই। হাড় কাঁপানো তেমন একটা শীত আর এ মাসে পড়ার সম্ভাবনা নেই বললেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।
ষড় ঋতুর হিসেবে পৌষ ও মাঘ, এই দুইমাস হলো শীতকাল। মাঘে শীত পড়ার সম্ভাবনা কমে যাওয়ার মধ্য দিয়ে এবারের শীতও বিদায় নিচ্ছে কি না তা এখন দেখার বিষয়।
আগের কদিনে দেশের যেসব এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল, সেসব এলাকার অনেক জায়গাতেই এখন আর সে অবস্থা নেই। কমে এসেছে শৈত্যপ্রবাহের আওতা। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীলফামারী, কুড়িগ্রাম,পঞ্চগড়, মৌলভীবাজারের ওপর দিয়ে এখন শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহ আরও কমবে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে জানিয়ে এতে বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়তে পারে।
অধিদপ্তর বলছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া অন্য জায়গাগুলোতে মাঝারি থেকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়ার প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ছিল চট্টগ্রামে ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।