কুমিল্লার নগরীর চকবাজারে রং মেশিয়ে গুঁড়া মরিচ বিক্রি করার অপরাধে এক দোকানিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। এ সময় জব্দ করা এক হাজার ১২৫ কেজি রং মিশ্রিত গুঁড়া মরিচ ধ্বংস করা হয়েছে।
মেসার্স আল্লাহর দান টি হাউজে রোববার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা নগরীর চকবাজারের আল্লাহর দান টি দোকানে যাই। যাচাই-বাছাই শেষে আমরা নিশ্চিত হয়েছি রং মেশিয়ে গুঁড়া মরিচ বিক্রি করা হচ্ছে। এ অপরাধে দোকানিকে এক লাখ টাকা জরিমানা করি এবং জব্দকৃত গুঁড়া মরিচ গোমতী নদীর পাড়ে গিয়ে ধ্বংস করি।’
এদিকে দোকানি মো. কাইয়ুম উদ্দিন তার অপরাধ স্বীকার করে বলেন, ‘রং মেশানোর কারণ হলো দেখতে যেন টকটকে লাল হয়। এতে ক্রেতা আকৃষ্ট হয়। তাই গুঁড়া মরিচে রং মিশিয়ে বিক্রি করেছি।’
অভিযানে ক্যাবের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জেলা পুলিশের একটি টিম এবং জব্দকৃত পণ্য ধ্বংসের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।