বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফের আশুগঞ্জে ভারতের ট্রানজিটের জাহাজ

  • প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া    
  • ২২ জানুয়ারি, ২০২৩ ২০:৪২

বন্দর কর্তৃপক্ষ জানায়, খালাসের পর সোমবার সড়কপথে আখাউড়া স্থলবন্দর হয়ে এসব পণ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় যাবে।

এক বছর বন্ধ থাকার পর ট্রানজিটের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দরে আবারও নোঙর করেছে একটি ভারতীয় জাহাজ।

এমভি বালকার-১ নামের জাহাজটি ৯৫৮ মেট্রিক টন রড নিয়ে কলকাতার হলদিয়া নৌবন্দর থেকে খুলনা হয়ে শনিবার সন্ধ্যায় আশুগঞ্জে পৌঁছায়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, খালাসের পর সোমবার সড়কপথে আখাউড়া স্থলবন্দর হয়ে এসব পণ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় যাবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল জানায়, ভারতের কলকাতা হলদিয়া নৌবন্দর থেকে গত ৭ জানুয়ারি জাহাজে পণ্য তোলা হয়। ৯৫৮ মেট্রিক টন রড নিয়ে গত ১১ জানুয়ারি রওনা হয়ে জাহাজটি শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছে। ত্রিপুরার আগরতলার মেসার্স এস. এম করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান পণ্যগুলোর আমদানিকারক। আর রপ্তানি করেছে টাটা স্টিল।

নবীনগর সার্কেলের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘৯৫৮ মেট্রিক টন ট্রানজিট পণ্যের মধ্যে ট্রানজিট ফি বাবদ প্রতি মেট্রিক টনে ১৩০ টাকা এবং কাস্টমস স্কট ফি বাবদ প্রতি মেট্রিক টনে ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এতে সরকার লাভবান হবে। ’

সড়ক পথে ভারতের কলকাতা থেকে আগরতলার দুরত্ব ১৬০০ কিলোমিটার, কিন্ত বাংলাদেশ হয়ে নদীপথে এ দূরত্ব মাত্র ৩৬৫ কিলোমিটারের। ফলে ট্রানজিটের আওতায় সহজে ও কম সময়ে এ পথে মালামাল পরিবহন করা যায়।

এ বিভাগের আরো খবর