বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাসানচরে আরও ৩২৬ রোহিঙ্গা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২২ জানুয়ারি, ২০২৩ ২০:৪১

কক্সবাজার থেকে বানৌজা টুনা ও বানৌজা তিমিযোগে ৩২৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়। রোববার বিকেলে তাদেরকে জাহাজ থেকে নামানোর পর ৯০ ও ৯৬ নম্বর ক্লাস্টারে বসবাসের জন্য হস্তান্তর করা হয়।

কক্সবাজার থেকে আরও ৩২৬ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে এসে পৌঁছেছে। রোববার বিকেলে বাংলাদেশ নৌবাহিনীর দুটি জাহাজযোগে তাদেরকে ভাসানচরে নিয়ে আসা হয়েছে।

এ নিয়ে ভাসানচরে মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক রোহিঙ্গার সংখ্যা ‌দাঁড়াল ৩১ হাজার ৯৮০ জন।

নৌবাহিনীর ব্যবস্থাপনায় ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তত্ত্বাবধানে কক্সবাজার থেকে বানৌজা টুনা ও বানৌজা তিমিযোগে ৩২৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়। রোববার বিকেলে তাদেরকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে ৯০ ও ৯৬ নম্বর ক্লাস্টারে বসবাসের জন্য হস্তান্তর করা হচ্ছে।

ভাসানচর ক্যাম্পের ইনচার্জ ও সিনিয়র সহকারী সচিব সুজিত কুমার চন্দ বিষয়টি নিশ্চিত করেন।

ভাসানচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, কক্সবাজার থেকে ভাসানচরে আসা পর্যন্ত পুলিশ রোহিঙ্গাদের সঙ্গে ছিল। ভাসানচরে নামানোর পর বিভিন্ন পরীক্ষা শেষে রোহিঙ্গাদের নিজ নিজ ক্লাস্টারে স্থানান্তর করা পর্যন্ত পুলিশ সদস্যরা উপস্থিত থাকবে।

এ বিভাগের আরো খবর