বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোটরসাইকেলে ধাক্কা, বিশ্ববিদ্যালয় ছাত্রীর প্রাণ কেড়ে নিল বাস

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২২ জানুয়ারি, ২০২৩ ১৭:২১

ভাটারা থানার ওসি বলেন, নাদিয়া তার বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর ভাটারায় ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন।

রোববার এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান।

নিহত ২৪ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম নাদিয়া। বেসরকারি নর্দার্ন ইউনিভার্সিটির এই শিক্ষার্থী বন্ধুর মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন।

ভিক্টর পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয় জানিয়ে মোটরসাইকেল চালক নাদিয়ার বন্ধু মেহেদী হাসান জানান, নাদিয়া নর্দার্ন ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগের প্রথম সেমিস্টারে পড়ছিলেন। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার মো. জাহাঙ্গীরের মেয়ে।

ভাটারা থানার ওসি বলেন, নাদিয়া তার বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর