বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তান ছাড়া কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই: কাদের

  •    
  • ২২ জানুয়ারি, ২০২৩ ১৬:৩৯

‘ক্ষমতায় আসতে চাইলে নির্বাচনে আসার বিকল্প নেই। পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, এটি ডেড ইস্যু।’

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি নিয়ে বেশ কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে আসা বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিরই তো গণতন্ত্র নেই। আর পাকিস্তান ছাড়া কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই।

রোববার রাজধানীর সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কতৃপক্ষের পরিচালনা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

আাগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশীদারত্বমূলক হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। আওয়ামী লীগ সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। আমাদের গণতন্ত্র আমরাই চালাব। কারো ফরমায়েশিতে দেশের গণতন্ত্র চলবে না।

‘ক্ষমতায় আসতে চাইলে নির্বাচনে আসার বিকল্প নেই। পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, এটি ডেড ইস্যু।’

তিনি বলেন, ‘বিদেশিরাও এখন আর বিএনপির দাবি নিয়ে কথা বলে না। বিএনপির ভেতরে গণতন্ত্র নেই। তারাই আবার আওয়ামী লীগকে গণতন্ত্রের ছবক দিতে আসে। বিএনপির আমলেই গণতন্ত্রের ওপর আঘাত এসেছে বেশি। গণতন্ত্র নষ্টকারী বিএনপির মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না। সরকারের পতন নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপি নেতৃত্বের পতন চায় দেশের জনগণ।’

ওবায়দুল কাদের বলেন, ‘শত বাধা-বিপত্তির মধ্যেও শেখ হাসিনা গণতন্ত্র বিকাশে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বিশ্ব সংকটের মধ্যেও সরকার সবকিছু সামাল দেয়ার চেষ্টা করছে। বিশ্বে এ সংকটে অন্য দেশে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করে, সরকারকে সহযোগিতা করে। কিন্তু আমাদের দেশে বিএনপি সরকারকে সহযোগিতা না করে সংঘাতে যাচ্ছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির কবে সম্মেলন হয়েছে তাদের মনে আছে? আন্দোলনে সংগ্রামে নির্বাচনে ব্যর্থ তাদের নিজেদেরই পদত্যাগ করা উচিত। দিন যায় বছর যায় সম্মেলন হয় না, তাদের নিজেদের ঘরেই গণতন্ত্র নেই।’

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘পিটার হাসকে অনুরোধ করবো, যারা ডেমোক্র্যাসি ধ্বংস করেছে বলে অভিযোগ করে; তাদেরকেই জিজ্ঞেস করুন তাদের ঘরে গণতন্ত্র নেই কেন। ৬৯ এর গণঅভ্যুত্থানে তাদের কোনো অবদান নেই। তারা গণঅভ্যুত্থানের স্বপ্ন দেখেন কিন্তু তাদের আন্দোলনে তারা জনসাধারণকে যুক্ত করতে পারেননি।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব সংকটে দেশের জনগণ কষ্ট পাচ্ছে, আমরা বিশ্ব সংকটের মূল্য দিচ্ছি। সংকটে দেশের জন্য না ভেবে তারা (বিএনপি) সরকারের সঙ্গে সংঘাতে যাচ্ছে।’

এর আগে সড়কে ঢাকা পরিবহন সমন্বয় কতৃপক্ষের পরিচালনা পরিষদের ১৬তম সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় বাস রুট রেশনালাইজেশনের জন্য রাজধানীতে চারটি বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত ও সমন্বিতভাবে প্রকল্প নেয়ার জন্য কমিটি গঠন করা হয়। রোডস অ্যান্ড হাইওয়ে সেক্টরের উন্নয়নের ক্ষেত্রে সমন্বয় করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। যার সভাপতি হবেন এলজিআরডি মন্ত্রী।

এ বিভাগের আরো খবর