গাজীপুরে চন্দ্রায় ট্রাকচাপায় পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার জেরে কারখানার শ্রমিকরা ট্রাকে অগ্নিসংযোগ করে বেশ কিছু যানবাহন ভাঙচুর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।
কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় সাড়ে ৩ ঘণ্টা অবরোধ থাকার পর বেলা সাড়ে ১১টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।
নিহত ৪০ বছর বয়সী আজাদুল হকের বাড়ি গাইবন্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া এলাকায়। তিনি চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স পোশাক কারখানার নিরাপত্তা কর্মী ছিলেন।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার নিউজবাংলাকে এসব তথ্য জানান।
কারখানার শ্রমিকদের বরাতে তিনি জানান, চন্দ্রা এলাকায় সকাল ৮টার দিকে কারখানায় যাচ্ছিলেন নিরাপত্তা কর্মী আজাদুল হকসহ কিছু শ্রমিক। এ সময় দ্রুতগতির একটি ট্রাক শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে আজাদুল হক মারা যান। এ ঘটনায় আহত হন আরও তিন শ্রমিক। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে এ ঘটনার জের ধরে উত্তেজিত শ্রমিকরা ঘাতক ট্রাকটি আটক করে অগ্নিসংযোগ করে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বেশ কিছু যানবাহন ভাঙচুর করেছে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রায় সাড়ে ৩ ঘণ্টার অবরোধের পর বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
থানার পরিদর্শক আবুল বাশার বলেন, ‘নিহত শ্রমিকের পরিবারকে মেয়রের পক্ষ থেকে দুই লাখ টাকা সহায়তা দেয়া হবে। পাশাপাশি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।’