রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় শনিবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশা চালক রুবেল মিয়া জানান, শনিবার রাত সাড়ে তিনটার দিকে ধলপুর দিয়ে অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় ধলপুর মেইন রোডের পাশে দেখেন এক লোক প্যান্ট-শার্ট পড়া অবস্থায় উপুড় হয়ে পড়েছিল। পরে তাকে তুলে ধরলে দেখেন তার বুক থেকে রক্ত ঝরছে। দেখে তার মনে হয় কোনো দুষ্কৃতিকারী ছুরি দিয়ে লোকটার বুকে আঘাত করেছে।
পরে তাকে প্রথমে মুগদা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রবিবার ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও জানান, ওই ব্যক্তির সঙ্গে একটি কালো ব্যাগ ছিল, কিন্তু তাতে তেমন কিছু ছিল না। শুধু একটি বাসের টিকিট পাওয়া যায়, তাতে লেখা ছিল গাইবান্ধার যাত্রী।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের নাম জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।