বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সন্দেহের জেরে পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২২ জানুয়ারি, ২০২৩ ০০:২১

আহতকে হাসপাতালে নিয়ে আসা তার এক বন্ধু বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনই একে অপরকে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করতেন। এর জের ধরে শনিবার বিকেলে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় সুতা কাটার ছুরি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী।‘

বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। শনিবার বিকেলে রাজধানীর তুরাগে এ ঘটনা ঘটেছে। পুলিশ স্ত্রীকে আটক করেছে।

তুরাগ বাউনিয়া বটতলায় আমানুল্লাহ রোডের এক বাসায় ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর চিকিৎসক জরুরিভিত্তিতে তার অস্ত্রপ্রচার করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

আহতকে হাসপাতালে নিয়ে আসা তার এক বন্ধু বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনই পোশাক কারখানার শ্রমিক। তারা একে অপরকে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার সন্দেহ করে আসছিলেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে শনিবার বিকেলে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় সুতা কাটার ছুরি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী। স্বামীর চিৎকারে বাড়িওয়ালাসহ আমি ঘটনাস্থলে গিয়ে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে আসি।‘

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তুরাগ থানা পুলিশ বিষয়টি জানতে পেরেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীকে আটক করা হয়েছে বলে জানতে পেরেছি।’

এ বিভাগের আরো খবর