বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিরপুরে ফ্ল্যাট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২১ জানুয়ারি, ২০২৩ ২৩:৫৬

‘ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস’ পত্রিকার সাংবাদিক বিপ্লব জামান ফ্ল্যাটে একাই থাকতেন। পুলিশ দরোজা ভেঙে বারান্দায় পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাংবাদিক আবাসিক এলাকার একটি বাসা থেকে ‘ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস’ পত্রিকার এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিপ্লব জামান নামের এই সাংবাদিক সাতদিন ধরে অফিসে অনুপস্থিত ছিলেন।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ এসে মিরপুর সাংবাদিক আবাসিক এলাকার ৭ নম্বর রোডের ১৬১ নম্বর বাড়ির ৫ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা জানান, বছর দুই আগে সাংবাদিক আবাসিক এলাকায় ১৬১ নম্বর বাড়িতে ভাড়াটে হিসেব ওঠেন বিপ্লব জামান। তিনি পাঁচ তলার একটি ফ্ল্যাটে থাকতেন।

ওই বাড়ির মালিক সাংবাদিক রফিকও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে কাজ করতেন। সাত দিন ধরে তিনি অফিসে যাচ্ছেন না। এ কারণে সাংবাদিক রফিককে অফিস থেকে ফোন দেয়া হলে তিনি পুলিশকে জানাযন।

উপ-পুলিশ কমিশনার জসীম উদ্দীন বলেন, ‘ঘটনাস্থলে আমরা এসে দেখতে পাই ফ্ল্যাটটির দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভেঙে ফ্ল্যাটটিতে প্রবেশ করে দেখা যায় বিপ্লব জামানের মরদেহ বারান্দায় লুঙ্গি ও স্যান্ডেল পরা অবস্থায় পড়ে আছে। ঘরের ভেতরে মালামাল যেটা যে অবস্থায় ছিল সে অবস্থায়ই আছে।‘

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয় না এটা হত্যাকাণ্ড। ৬০ বছর বয়সী এই ব্যক্তি বিয়ে বিচ্ছেদের পর থেকে তিনি একাই থাকতেন। বাড়িওয়ালার সঙ্গে কথা বলে জানা গেছে, বিপ্লব জামান ঘরে রান্না করতেন না, হোটেলেই খাওয়া-দাওয়া করতেন। তার বাচ্চারা মাঝেমধ্যে বাসায় আসত।’

এ বিভাগের আরো খবর