ব্রাহ্মণবাড়িয়ায় বকেয়া বাড়ি ভাড়া চাওয়ায় শিরিন আক্তার (৫৪) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাড়াটিয়া আমিন মিয়াকে আটক করেছে পুলিশ।
পৌর এলাকার মধ্য মেড্ডা এলাকা থেকে শনিবার সন্ধ্যায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিরিন আক্তার ওই এলাকার কাঠের ব্যবসায়ী সবুজ মিয়ার স্ত্রী। স্থানীয়দের ভাষ্য, গত বছর সবুজ মিয়ার বাড়ি ভাড়া নেন আমিন। কয়েক মাস ধরেই ভাড়া নিয়ে বাড়িওয়ালার সঙ্গে তার বিরোধ চলছিল। শনিবার সকালে ৩ মাসের বকেয়া ভাড়া আনতে আমিনের বাড়িতে যান শিরিন। তখন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সারাদিন খোঁজাখুঁজির পর সন্ধ্যায় আমিনের ঘরের নিচ থেকে শিরিনের মরদেহ উদ্ধার করেন তার স্বজনরা।
এ ব্যাপারে শিরিন আক্তারের ভাগনি রোকসানা বেগম বলেন, ‘মামিকে হত্যার পর স্ত্রী ও বাচ্চাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন আমিন। সন্দেহ হলে আমারা তার বাসায় তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করি।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ‘নিহত শিরিন আক্তারের মরদেহ পাওয়ার পর স্থানীয়রা পিটুনি দিয়ে আমিনকে পুলিশে সোপর্দ করে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’