বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’ নামে নতুন জোট

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২১ জানুয়ারি, ২০২৩ ১৫:২৪

সংবাদ সম্মেলন থেকে আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি ও ফোনে আড়িপাতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়া হয়। 

বামপন্থি সাতটি সংগঠন মিলে ‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’ নামের জোট গঠন করেছে, যেটি আত্মপ্রকাশ করেছে শনিবার।

রাজধানীর সেগুনবাগিচায় আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনে নতুন জোটের বিষয়ে জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মোর্চার সমন্বয়ক নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী।

উপস্থিত ছিলেন গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহম্মেদ নাসু, কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম (মুকুল) ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এক সংকটজনক সন্ধিক্ষণে দেশ। শোষক শাসক শ্রেণি অতীতের ধারাবাহিকতায় দেশে আওয়ামী ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। ২০১৪ সালে ভোটারবিহীন এবং ২০১৮ সালে ভোট ডাকাতির নির্বাচনে ক্ষমতায় আসা আওয়ামী লীগের নেতৃত্বে ধনীক শ্রেণি অঢেল সম্পদের পাহাড় গড়েছে। দেশে সাম্রাজ্যবাদী, সম্প্রসারণবাদী ও আধিপত্যবাদী হস্তক্ষেপ গভীরতর হচ্ছে।

বেকারত্ব, নিত্যপণ্যের দফায় দফায় মূল্যবদ্ধি জনজীবনকে দুর্বিসহ করে তুলেছে। এরসঙ্গে যুক্ত হয়েছে দফায় দফায় গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধি। প্রভাব পড়ছে পরিবহন ভাড়া, বাড়িভাড়াসহ সব নিত্যপণ্যের মূল্যের ওপর। অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কাজসহ মৌলিক অধিকার থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে।

মেগা প্রকল্পের নামে দেশকে বৈদেশিক ঋণের জালে জড়িয়ে মেগা দুর্নীতির সুযোগ তৈরি করছে। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের পকেটে চালান করে দেয়া হচ্ছে। পাচার হচ্ছে লুটের টাকা। আবারও তামাশার নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে সরকার ও তার দুষ্কর্মের সহযোগীরা।

এই প্রেক্ষাপটে আওয়ামী দুঃশাসনের অবসানের লক্ষ্যে সাতটি বামপন্থী সংগঠনের অংশগ্রহণে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার যাত্রা শুরু হলো।

সংবাদ সম্মেলন থেকে বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, সামাজিক যোগযোগ মাধ্যমে নজরদারী ও ফোনে আঁড়িপাতার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব এর সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরো খবর