কক্সবাজারের চকরিয়া থেকে দুটি বিপন্ন ভালুক শাবকসহ বন্যপ্রাণী পাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চকরিয়ার পানখালী এলাকা হতে শুক্রবার রাতে ভালুক শাবক দুটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দীপক দাস আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য।
কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীপকের বাড়িতে অভিযান চালিয়ে বিপন্ন প্রজাতির দুটি ভালুক উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীপক একজন আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবত বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, বান্দরবানের সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে চোরাই পথে বিপন্ন বন্যপ্রাণী পাচারের উদ্দেশে পাচারকারীরা নিজ হেফাজতে রাখে। পরে টাকার বিনিময়ে পাচার চক্রের অন্য সদস্যদের কাছে বিক্রি করে দেয়।